সাপমারা শালবন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

90

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির নানিয়ারচরের সাপমারা শালবন বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এটি। এ উপলক্ষে মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে নানা পূণ্যানুষ্ঠান সম্পাদন করা হয়। যার মধ্য ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা, মৈত্রী ভাবনা, কঠিন চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান সহ বিভিন্ন দান সম্পন্ন করা হয়।

অনন্যা চাকমা ও কবিতা চাকমার যৌথ সঞ্চালনায় আয়োজিত পূণ্যানুষ্ঠানে সঙ্ঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠির অধ্যক্ষ পন্থক মহাস্থবির, বেতছড়ি মুখ ধর্মদয় বন বিহার অধ্যক্ষ ধর্মতিলোক মহাস্থবির, শ্বৈলশ্চরি পরিচুগ অরণ্য কুঠির অধ্যক্ষ সারিপুত্র মহাস্থবির, করুনা বন বিহারের অধ্যক্ষ দীপংকর স্থবির, সাপমারা শালবন বিহারের অধ্যক্ষ কৈশকীর্তি স্থবির, ধর্মাঙ্কুর বন বিহারের স্মৃতিরক্ষিত সহ বিভিন্ন বিহার থেকে আমন্ত্রিত ভিক্ষুসঙ্ঘরা উপস্থিত ছিলেন।

বিহার পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিতা চাকমা, ২নং ওয়ার্ড ইউপি সদস্য প্রভাত চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদ্ম রঞ্জন চাকমা, স্থানীয় কার্বারী সুজন বিকাশ চাকমা, প্রাক্তন ইউপি সদস্য প্রিয়লাল চাকমা উপস্থিত ছিলেন। দিনব্যাপি পূণ্যানুষ্ঠানে পূণ্য সঞ্চয় করতে দূর-দূরান্ত থেকে হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন।