সাবেক কাউন্সিলর ডাঃ শিবপ্রসাদ মিশ্র আর নেই

314

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর এবং বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ শিব প্রসাদ মিশ্র আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিব্বান্ লোকান্ স্বগুচ্ছত)।

তার মৃত্যুতে শোক জানিয়েছে ওয়ার্ল্ড পিস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটটি রাঙ্গামাটি জেলা শাখা। শোকবার্তায় বলা হয়, আমরা ডাঃ শিব প্রসাদ মিশ্র মহোদয়ের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবার’র প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।