সাহসিকতার পুরস্কার পেলেন কাপ্তাইয়ের যুবক সরওয়ার

348

॥ স্টাফ রিপোর্টার ॥
বেসরকারি মোবাইল ফোন কোম্পানীর কোটি টাকা টাওয়ার যন্ত্রাংশ চুরির সময় হাতেনাতে চোরের দলকে আটক করে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় মূল নায়ক সাহসি যুবক মোহাম্মদ সরওয়ার হোসেনকে বিশেষ সম্মাননা দিয়ে পুরস্কৃত করেছে রবি অজিয়াটা কোম্পানির মালিকানাধীন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কাপ্তাইয়ের শিলছড়িতে গত ২মার্চ দিনেদুপুরে টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় এক যুবকের সাহসিকতায় ধরা পড়েছে আট জনের একটি চোরের দল। এই আটজন চোরকে কৌশলে আটকিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন সরওয়ার হোসেন।

এ ঘটনায় শনিবার কাপ্তাইয়ের শিলছড়ির সেই যুবক মোহাম্মদ সরওয়ার হোসেনকে সম্মাননা জানিয়েছেন অজিয়াটা কোম্পানির মালিকানাধীন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন।

ইডটকো বাংলাদেশ লিমিটেডের প্রকৌশলী (উন্নয়ন) জয়ন্ত পাল দ্য সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের টাওয়ারে থাকা অধিকাংশ যন্ত্রপাতি মূল্যবান হওয়ায় এগুলো চোরদের সহজ নিশানায় পরিণত হয়েছে। মার্চের ২ তারিখে আট জনের একটা গ্রুপ কাপ্তাইয়ের শিলছড়িতে আমাদের টাওয়ারের যন্ত্রাংশ খুলতে এলে সরওয়ার হোসেনের সন্দেহ হয়। তিনি আমাদের স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের অফিস থেকে তাকে জানানো হয় যে, এ ধরনের কোনো কারিগরি দল পাঠানো হয়নি। এরপরই সরওয়ার তাদেরকে কৌশলে আটকে ফেলেন এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।’ শনিবার দুপুরে ইডটকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রিকি স্টেইন সম্মাননা জানিয়ে মোহাম্মদ সরওয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করেছেন বলে জানান তিনি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনা স্থানীয়রা জানালে আমরা গিয়ে আট জনকে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

জানতে চাইলে সরওয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ‘২০১৫ সালে একবার একই জায়গায় টাওয়ারের যন্ত্রাংশ চুরি হয়েছিল। আটজনের ওই দলকে যখন দেখলাম টাওয়ারের রুম থেকে ব্যাটারি, রেকটিফায়ার বের করে নিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে থাকা মাইক্রোর মধ্যেও অনেকগুলো ব্যাটারি, তখন আমার সন্দেহ হয়। আমি সঙ্গে সঙ্গে রবি’র অফিসে যোগাযোগ করি। চোরের দলটি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করতে পারি।’