সিমিট বাংলাদেশ এবং আস’র একসেস এগ্রিকালচার এওয়ার্ড অর্জণ

542
ছবি- শামীমুল আহসান
ছবি- শামীমুল আহসান

ঢাকা ব্যুরো অফিস, ৬ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র ‘সিমিট- বাংলাদেশ’ এবং ‘এগ্রিকালচার এ্যাডভাইজরি সোসাইটি- আস’ যৌথভাবে একসেস এগ্রিকলচার এ্যাওয়ার্ড   ২০১৫ অর্জন করেছে। বাংলাদেশের কৃষি উন্নয়নের উপর নির্মিত ‘কম খরচে বেশি ফলন, বেশী লাভ’ শিরোনামের প্রশিক্ষণমূলক ভিডিওচিত্র, গ্রামিন কৃষকদের কাছে ব্যাপকভাবে প্রচারের জন্য এ পুরস্কার দেয়াহয়। গত ১২ নভেম্বর ২০১৫ কেনিয়ার নাইবোরিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।

আজ জাতীয় প্রেসক্লাবের সেমিনার কক্ষে সিমিট ও আস এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এসময় প্রাপ্ত পুরস্কারটিও প্রদর্শণ করা হয়।