॥ ইকবাল ইকবাল ॥
রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের আওতাধীন সিলেটি পাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন ও কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন উপস্থিত সকলের সামনে দায়িত্ব নেওয়ার পর মসজিদের সকল আয়/ব্যয় তুলে ধরেন। মসজিদের মোট আয়- ৩,৭৮,৪৭২ (তিন লক্ষ আটাত্তর হাজার চারশত বাহাত্তর) টাকা এবং মোট ব্যয়- ৩,৭৮,৭৮৯ (তিন লক্ষ আটাত্তর হাজার সাতশত ঊননব্বই) টাকার হিসাব প্রদান করা হয়।
এসময় কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মো. ফজলুল কাদের, উপদেষ্টা আব্দুর রহমান, আশরাফ আলী, মো. আলী, সহ-সভাপতি মো. ফারুক, মো. ফুলন মিয়া, সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দীন, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, সদস্য নূর মিয়া, মো. রাজু, মন্টু মিয়া, জয়নুদ্দীন ও মসজিদের ইমাম মো. রাসেল উপস্থিত ছিলেন।