সুবলংয়ে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

493

॥ স্টাফ রিপোর্টার ॥
“গাছ লাগান পরিবেশ বাঁচান, মুজিববর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার” বিশ্ব পরিবেশ দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নির্দেশে বরকল উপজেলা ছাত্রলীগের সহযোগীতায় সুবলং ইউনিয়নের রসুলপুর ও নতুনপাড়া এলাকায়  বৃক্ষরোপণ করেছে সুবলং ইউনিয়ন ছাত্রলীগ। শনিবার সকাল ৯টা হতে শুরু করে দিনব্যাপি এই বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সুবলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ জলিল, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সুবলং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, মোঃ আল আমিন, মোঃ রাব্বি, সহ আরো ২০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান  বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সেই সোনার বাংলার বাস্তবায়নের অংশিদার হওয়া।

সুবলং ছাত্রলীগ নেতা রাজিব হোসেন বলেন, মুজিবর্ষে মুজিবের আদর্শকে ধারণ করতে হবে এ প্রত্যয় থাকবে আমাদের। বৃক্ষরোপণ কর্মসূচী সেই আদর্শেরই একটি অংশ।