সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইয়ুথের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব

855

|| ইকবাল হোসেন ||

প্রতি বছরের ন্যায় এবছরও ঈদুল ফিতর ঘিরে ৬৫জন সুবিধাবঞ্চিত শিশু কে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করে রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এ্যান্ড হেল্প (ইয়ুথ) ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও ইয়ুথের প্রধান উপদেষ্টা স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা মো. আবু সৈয়দ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক এবং অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার আল হক, সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর এবং অত্র সংগঠনের উপদেষ্টা মো. জামাল উদ্দীন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোসনা বেগম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির, ইয়ুথের পরিচালক মো. ইকবাল হোসেন। সংগঠনের সদস্য- গোলাম মোস্তফা, চৌধুরী অনেশ বড়ুয়া, সঞ্চিতা চৌধুরী, পূজা গুপ্ত, অভি দে, মোস্তাফিজুর রহমান, মাসুম আজিজ।

y 2

ঈদ উপহার বিতরণের পর মেহেদী উৎসব অনুষ্টিত হয় এসময় সংগঠনের পক্ষ থেকে সকল শিশুকে মেহেদী পরিয়ে দেওয়া হয়।