॥ স্টাফ রিপোর্টার ॥
গত ৪ নভেম্বর শহরের ভেদভেদীতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের নীচে চাপা পড়ে ২ জন মারা যাওয়ার ঘটনার সিএনজি চালক গুরুতর পিন্টু চাকমা আহত হয়। বিশেষ পরিচর্যায় রাঙামাটি জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর আজ বাড়ি ফিরেছেন তিনি।
লেখাপড়ার পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসার খরচ যোগাতে সিএনজি চালাতেন পিন্টু। অবশেষে মায়ের পাশে ফিরতে পেরে হাফ ছেড়ে বেঁেচেছে তার পরিবার। ৪ শনিবার নভেম্বর দুপুর আনুমানিক ২টায় ঘাগড়া থেকে রাঙামাটি শহরের দিকে আসা একটি সিএনজি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয় এতে করে সিএনজিটি দুমরে মুচরে যায়। এ ঘটনায় সিএসজিতে থাকা ৬জনের মধ্যে ২জন নিহত ও ৪ গুরুতর আহত হয়। গুরুতর আহত ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও পিন্টু চাকমার চিকিৎসা চলে রাঙামাটি জেনারেল হাসপাতালে।
প্রায় ৩ সপ্তাহ ধরে রাঙামাটি জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সদের নিবির পরিচর্যায় এবং পৌর কৃষকলীগের সভাপতি মানস মুৎসুদ্দীর সার্বিক সহযোগিতায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে।
পিন্টু চাকমার বাড়ি সদর উপজেলাধীন সাপছড়ি ইউনিয়নের খামার বাড়ি এলাকায়। বাবা আর মাকে নিয়েই তার পরিবার। পিন্টুর মা ক্যান্সার আক্রান্ত। মায়ের চিকিৎসা, নিজের পড়ালেখার খরচ ও পরিবার চালাতেই সে সিএনজি চালাতো।






























