স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

654

স্টাফরিপোর্ট- ১৭ জুলাই ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): খাগড়াছড়ি জেলা সদর উপজেলা ১নং খাগড়াছড়ি সদর ইউনয়নের এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষক সেটলার মো: এরশাদকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা।

আজ মঙ্গলবার (১৭ জুলাই ২০১৮) বেলা ৪ টায়মিছিলটি জেলা সদর স্বনির্ভর বাজার ইউপিডিএফ- কার্যালয় থেকে বের হয়ে নারাঙহিয়া রেড স্কোয়ার হয়ে উপজেলা পরিষদ কার্যালয় প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজার শহীদ অমর বিকাশ চাকমার সড়কের গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বার্তা প্রেরক- সমর চাকমা
দপ্তর সম্পাদক- পিসিপি, খাগড়াছড়ি জেলা শাখ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।