স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ঘিরে ওয়ার্ল্ড পীস’র গুণীজন সংবর্ধণা ও শীতবস্ত্র বিতরণ

508

॥ স্টাফ রিপোর্টার ॥
ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি পার্বত্য জেলা এর পক্ষ থেকে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিবশতবর্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, করনোযোদ্ধা, ভাষা সৈনিক, পৃষ্ঠপোষক সহযোগী ও সাংগঠনিক নেতৃবৃন্দদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান এবং দুঃস্থদের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রকাশক একেএম মকছুদ আহমেদ, মানবাধিকার কমিশনের সদস্য চিং কিউ রোয়াজা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো. কামাল উদ্দীন, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, ওয়ার্ল্ড পীসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির উদ্দীন বুলবুল, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।270710236_902521710447379_960252588278776890_n

ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের আহ্বায়ক সুফিয়া কামাল ঝিমি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, করোনা যোদ্ধা, ভাষা সৈনিক সাংবাদিক, সংগঠনের পৃষ্ঠপোষক, সাংগঠনিক নেতৃবৃন্দসহ ৬০ জনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
270150033_189216800055588_417225349410505891_n
এছাড়াও অনুষ্ঠানে কবিতা ত্রিপুরা কল্যাণ ট্রাস্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, কবিতা ত্রিপুরার ছোট মেয়ে ইউএনডিপির প্রোগ্রাম অফিসার শিমুল বড়ুয়া ১০০জন অসহায় দুঃস্থ ও হতদরিদ্রের হাতে কম্বল তুলে দেন।