স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টঃ ৬ষ্ঠ খেলায় বিজয়ী চন্দ্রঘোনা

427

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠ খেলায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি ও রমেশ স্মৃতির খেলায় ৬-৪ গোলে বিজয়ী হয়ে টুর্ণামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে চন্দ্রঘোনা ফুটবল একাডেমি।

রোববার বিকেলে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে রমেশ স্মৃতির খেলোয়াররা ৩ গোল পরিশোধ করলেও আরো ১ গোল করে ব্যবধান বাড়ায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি।

পরে ৬-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চন্দ্রঘোনা। খেলা শেষে চন্দ্রঘোনা ফুটবল একাডেমির ১০নং জার্সিধারী সায়েমের হাতে সেরা খেলোয়ারের পুরস্কার তুলে দেন জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়ার ও বিশিষ্ট সমাজ সেবক হাজী শাহীন আল মামুন। এসময় ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।