স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টে চন্দ্রঘোনা বনাম হাটহাজারীর ম্যাচ ড্র

392

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ৮ম খেলায় চন্দ্রঘোনা ফুটবল একাডেমি বনাম হাটহাজারী খেলোয়ার সমিতির ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে। বুধবার বিকেলে মাঝেরবস্তি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় দু-দলই বার আক্রমণ করেও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।

খেলা শেষে বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটহাজারীর গোল রক্ষক সিদ্দিক এর হাতে সেরা খেলোয়ারের পুরস্কার তুলে দেন।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দীন চৌধুরী মুন্না, বিশিষ্ট সমাজসেবক মুন্না হোসেন, ব্যবসায়ী ধীর মিত্র খীসা, আয়োজক কমিটির আহ্বায়ক নিরুপন ত্রিপুরা কালা, সদস্য সচিব অজিত শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।