॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলায় রাঙামাটি ক্লাসিক ফুটবল একাডেমি নবাগত দল মহসিন স্মৃতি স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।
বুধবার বিকেলে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় মহসিন স্মৃতি স্পোর্টিং ক্লাব। পাল্টা আক্রমণে কয়েক মিনিটের মধ্যেই সমতায় ফেরে ক্লাসিক ফুটবল একাডেমি পরে আরেকগোল করে তারা। প্রথমার্ধের খেলা ২-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আরো গোল করে এগিয়ে যায় ক্লাসিক ফুটবল একাডেমি পরে মহসিন স্মৃতি স্পোর্টিং ক্লাব ২ গোল করলেও সমতায় ফিরতে পারেনি। ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় ক্লাসিক ফুটবল একাডেমি।
খেলা শেষে সেরা খেলোয়ার ক্লাসিক ফুটবল একাডেমির ১০নং জার্সিধারী অজান্ত চাকমার হাতে ক্রেস্ট তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর। এসময় ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, আয়োজক কমিটির আহ্বায়ক নিরুপন ত্রিপুরা (কালা), সদস্য সচিব অজিত শীলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।