॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
করোনা পরিস্থিতিতে পাহাড়ি হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ঘিলাছড়ি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান (তিন্নী)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইউএনও ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী সাপ্তাহিক হাটে আসা ১০জন ক্রেতা ও ব্যবসায়ীকে ১,৮০০টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের ক্রেতা সাধারণকে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক বিতরণ ও মাইকিং প্রচারণা চালান নির্বাহী অফিসার। এসময় অন্যান্যদের মাঝে নানিয়ারচর থানার এসআই মাহবুবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।