॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব সাংগঠনিক কর্মকান্ড পুনরায় চালু করার জন্য সকল স্তরের দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন রাঙামাটি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। এমপি বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে সাংগঠনিক সকল কর্মকা- প্রায় স্থবির হয়ে রয়েছে। এ ভাবে চলতে পারে না, তাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি বলেন, লকডাউনকালীন সময়ে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী সাধারণ মানুষের পাশে থেকে তাদের ত্রাণসহ বিভিন্নভাবে সহযোগীতা করেছেন এবং এখনো করে যাচ্ছেন তাদের আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপনের প্রস্ততির জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটি আওয়ামী লীগের সভাপতিম-লী, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, সকল উপজেলা ও পৌর শাখার সভাপতি/ সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেনদীপংকর তালুকদার এমপি। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে বিকাল ৪ ঘটিকার সময় মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা ও মসজিদ, মন্দির ও গীর্জায় প্রার্থনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। একইভাবে সভা থেকে নির্ধারিত সময়ে সকল উপজেলায়ও উপরোক্ত কর্মসূচী পালনের নির্দেশনা প্রদান করা হয়।