স্বেচ্ছাসেবক দলের ৬ ও ৯নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত

121

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৬ ও ৯নং ওয়ার্ড কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলেজ গেইডে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন- জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কপিল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দীন, রাঙামাটি নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. শাহীন আলম, সিুনয়র যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবু নাছের।

এসময় জেলার যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভুট্টো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
মিন্টু চাকমা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক

জুয়েল দত্ত মালো, জেলার নেতা নুর নবী, হাসান, সুভল দে, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রূপা মনি মারমাসহ নগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।