॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমানের পিতা আলী আহম্মেদ (৯০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের পিতা আলী আহম্মেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহ সম্পাদক মনিষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, জাসাস,মহিলা দল,শ্রমিক দল,কৃষক দল, তাতী দল, মৎস্যজীবি দল, ওলামাদল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আলী আহম্মেদের মৃত্যুতে রাঙ্গামাটিবাসী একজন সৎ ও গুণী ব্যক্তিকে হারালো। নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শো সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারনে আলী আহম্মেদ তার বনরুপাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।