হতদরিদ্রদের পাশে ফ্রি চিকিৎসা সেবা নিয়ে সেনা সদস্যরা

330

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে দুইশতাধিক হতদরিদ্রকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে বাঙ্গালি এবং উপজাতীয় জনগোষ্ঠীর লোকজন চিকিৎসা সেবায় গ্রহণ করেন। খাগড়াছড়ি সদর জোন জেলা সদর উপজেলার ধল্যাপাড়া ইউনিসেফ বিদ্যালয় মাঠে আলুটিলা সাবজোন এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন,পিএসসি, রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর মোহাম্মদ জাহিদ হাসান,ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব আলুটিলা সাবজোন কমান্ডার, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএসসহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন গরীব অসহায় মানুষের মাঝে নিয়মিত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত পার্বত্য এ অঞ্চলের জন মানুষের পাশে আছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়াও খাগড়াছড়ি রিজিয়ন এর দায়িত্ব¡পূর্ণ এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ নিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্ববাবধানে এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলে তিনি জানান।