হারানো সংবাদ

1116

ছেলেটির মোহাম্মদ এহ্সানুল করিম (রাহিল) বয়স – ১৩ বৎসর। চট্টগ্রাম শহরের, নতুন চান্দগাঁও থানার পর শাহ্ ওয়ালিউল্লাহ্ তাদের বাসা। সে চট্টগ্রামের আতুরার ডিপো মাদ্রাসায় হেফজ্ খানায় অধ্যয়নরত।

গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে সে কাউকে কিছু না জানিয়েছে বের হয়ে যায়। আসেপাশে ব্যাবসা প্রতিষ্ঠান গুলোতে খোঁজ করলে জানা যায় তাকে যারা দেখেছেন, পড়নে কালো পাঞ্জাবি ও সাদা প্যান্ট ছিলো এবং হাতে একটা শপিং প্যাকেট ছিলো। তার মায়ের সাথে কথা বলে জানা যায় – রাহিল আগেও দুইবার এরকম কাউকে কিছু না বলে বের হয়ে যায়। তবে তখন তাকে পেকুয়ায় তার দাদুবাড়িতে পাওয়া যায়। কিন্তু এবার সেখানে বা অন্য কোন আত্মীয়স্বজনে বন্ধু-বান্ধবদের বাসাতেও যায়নি।

এ ব্যাপারে চট্টগ্রাম বায়োজিদ থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যদি কেউ রাহিলের সন্ধান পেয়ে থাকেন, যখনি পাবেন – নিচে দেয়া তার বাসার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি। (অন্তত যার যার আইডি থেকে শেয়ার করে এই সংবাদ সমগ্র ছড়িয়ে দিতে সহযোগিতা করুন।) মোবাইলঃ ০১৮৭৭৪৫৪৬২৫