॥ স্টাফ রিপোর্টার ॥
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর প্রার্থীতা প্রত্যাহার করায় তাকে অবাঞ্চিত ঘোষণার পর এবার বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রাঙামাটি জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আরফান আলীর সভাপতিত্বে সহ-সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, নানিয়ারচর জাপার সভাপতি অশোক তালুকদার, বরকল জাপার সাংগঠনিক সম্পাদক আকবর মোল্লা, বিলাইছড়ি জাপার সদস্য সচিব অঞ্জন চাকমা, জুরাছড়ি জাপার আহ্বায়ক রূপায়ন চাকমা, যুব সংহতির সভাপতি সুকুমার চন্দ্র রায়, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক পার্টির সভাপতি শহিদুল ইসলাম, তরুণ পার্টির সভাপতি চন্দন রায়, সাংগঠনিক সম্পাদক মির্জা মাসুদ রানা, যুব মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক সীমা দেওয়ান সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা হারুন মাতব্বরকে বহিষ্কারের দাবি জানান এবং হারুন মাতব্বরকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলেও জানান বক্তারা।