॥ নানিয়ারচর সংবাদদাতা ॥
“হেলমেট না পরলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে” মাসিক আইন-শৃংঙ্খলা সভায় সভাপতির বক্তব্য এমনটাই হুশিয়ারী দিয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। উপজেলার পক্ষ থেকে চালকদের হেলমেট প্রদান করা হলেও প্রায়শই হেলমেট না পরেই মোটরসাইকেল চালাতে দেখা যায় তাদের। তাই তারা নিয়ম না মানলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ সাব্বির হোসেনসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবৈধ বালু উত্তোলন, সড়ক দূর্ঘটনা, মাদকের ভয়াবহতা, জায়গাজমি সংক্রান্ত বিরোধ বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, অবৈধ বালু উত্তোলন, মাদক, শিশু ও নারী নির্যাতনের বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।