॥ স্টাফ রিপোর্টার ॥
কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় জুরাছড়িতে শতাধিক পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। বুধবার জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও ইউএনও মোহাম্মদ রহমতউল্লাহ সরেজমিনে ধামাই পাড়া, মধ্যভিটা, হাজাভিটা, আমতুলী, যক্ষাবাজার সদর এলাকা পরিদর্শন করেন।
এসব পরিবারদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রসমূহ হচ্ছে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়,ধামাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, পানির বৃদ্ধির কারণে যেসব পরিবার ডুবন্ত অবস্থায় রয়েছেন তাদের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। জেলা প্রশাসকের পরামর্শ মোতাবেক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে তিনি জানান।