১০দফা দাবীতে কাপ্তাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচী

120

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামটির কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ১০দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাপ্তাই সদরের বড়ইছড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জহির আহম্মদ সওদাগর ও রহমত উল্লাহ, জেলার যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহম্মেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভার পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।