১১ নভেম্বর বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ‘বেঙ্গল জাতীয় কংগ্রেসে’র জাতীয় সম্মেলন

640

bjc-flag

স্টাফ রিপোর্টার- ৭ নভেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): আগামী ১১ নভেম্বর ২০১৬  রোজ শুক্রবার বিকেল ৩টায় বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি) “জাতীয় সম্মেলন” জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে (নীচতলা-পশ্চিম পাশে) অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রথম সেনাপ্রধান সেক্টর কমান্ডারস্ ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে.এম. শফিউল্লাসহ ক্ষমতাসীন ও অন্যান্য রাজনৈতিক দলের বরেণ্য রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী ও শ্রমজীবী মানুষের প্রতিনিধি ও বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)’র জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুশাসন প্রতিষ্ঠায় দেশের চলমান রাজনীতি ও করণীয় বিষয়ে এবং আগামী ২ দশকে বাংলাদেশকে “ভিলেজ সিটি সমন্বিত শিল্পোন্নত” দেশে উন্নীত করার  লক্ষ্যে বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)’র ৮ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সম্মেলনে বেঙ্গল জাতীয় কংগ্রেস (বিজেসি)’র সভাপতি মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন (আবু) সকল জেলা,উপজেলা প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধানপ্রেস বিজ্ঞপ্তি