১২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে মাদকবিরোধী বিতর্ক উৎসবের গ্র্যান্ড ফাইনাল

513

DSC_0137

মাদকবিরোধী বিতর্ক উৎসবের চ্যাম্পিয়ন দলকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছবি- শামীমুল আহসান

ঢাকা ব্যুরো অফিস, ৮ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি) : ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ততের যৌথ আয়োজনে মাদকবিরোধী বিতর্ক উৎসবের গ্রান্ড ফাইনাল প্রতিযোগিতা আগামী ১২ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে। মাদকাসক্তির কারণ, মাদক প্রতিরোধে পরিবার-সমাজ ও রাষ্ট্রের ভূমিকা, মাদকের কুফল, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন, গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের দায়বদ্ধতা-ইত্যাদি বিষয় নিয়ে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। মাস ব্যাপী মাদকবিরোধী প্রচাণার অংশ হিসেবে হাসান আহমেদ চৌধরী কিরণের উপস্থাপনা ও পরিচালনায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকার সেরা ৮টি কলেজ। কলেজগুলো হচ্ছে- ভিকারুন নিসা নুন কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারী স্কুল, ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক কলেজ, সাউথ পয়েন্ট কলেজ ও ঢাকা কমার্স কলেজ।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ। এতে প্রথম রানার হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও দ্বিতীয় রানার হয় সাউথ পয়েন্ট কলেজ।

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার রাকিবুর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইতিমধ্যে এ বিতর্ক প্রতিযোগিতার সেমি ফাইনাল পর্বটি এটিএন বাংলায় প্রচারিত হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান