১৩টি ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী প্রদান করলেন এমপি চিনু

687

॥ স্টাফ রিপোর্টার ॥

জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু রাঙামাটির ভেভেদীস্থ তার বাসভবনে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার বিকেলে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, এমপির ব্যক্তিগত সহকারী সালাউদ্দীনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলার ১৩টি ক্রীড়া সংগঠনের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন এমপি চিনু।

এমপি চিনু বলেন, নিজেকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া এ ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে। এটাই আমাদের কাছে গর্ব।

ক্রিকেট, হকি, ফুটবলে আমাদের দেশের ক্রীড়া সন্তানরা ভাল করছে। বর্তমান সরকার অন্যান্য উন্নয়নের পাশাপশি ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফসল বিভিন্ন সংগঠনের মাঝে আজকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ।