|| স্টাফ রিপোর্টার ||
গত রমজান মাসে যাকাত প্রদানকারী ব্যক্তি, নিজ পরিবার এবং আত্মীয় স্বজনদের নিকট হতে কিছু পরিবারের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে তহবিল সংগ্রহ করে ভিবিডি রাঙামাটি জেলার তরুণরা। সংগ্রহকৃত তহবিল হতে শুক্রবার (২৮ মে) বিকেলে রাঙামাটি পাবলিক কলেজ মিলনায়তনে ১০টি পরিবারকে ১টি করে সেলাই মেশিন, ২টি পরিবারকে ২টি করে ছাগল ও শাক-সবজির বীজ এবং ১টি পরিবারকে একটি ভ্যান ও ভ্যানের সাথে বিক্রি করা জন্য নানা রকমের শাক-সবজি, ওজন মাপার ডিজিটাল মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদনান সুজা, রাঙামাটি প্রেসক্লাবের সদস্য জাহেদা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রজেক্ট লিডার আসিফ সালেহ বিন কামাল। সমাপনী বক্তব্য রাখেন- ভিবিডি রাঙামাটি জেলার সহ-সভাপতি মৌটুসি কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সাবেক সহ-সভাপতি আশফাক হোসেন ও সদস্য উম্মে হানি সুমাইয়া।