২য় বর্ষে পদার্পণ করলো পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট

530

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
গতবছরের পহেলা ডিসেম্বর এর এই দিনে যাত্রা শুরু পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট। ২য় বর্ষে পদার্পণ করলো প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। কর্মসূচীর দিনের প্রথম ভাগে র‌্যালী অনুষ্ঠিত হয় এবং এর পরপরই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট’র চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলাম এবং পিওর আইটি ট্রেইনিং ইন্সটিটিউট’র চিফ টেকনিক্যাল অফিসার মুস্তাফিজুর রহমান, চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক জুয়েল বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মহিউদ্দিন মৃধা প্রমূখ।