॥ মোঃ নাজিম উদ্দিন ॥
রাঙামাটির বাঘাইছড়িতে পুনর্বাসিত ২২ জন ভিক্ষুকের মাঝে কর্মস্থানের লক্ষে নগদ অর্থ ও বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ২২জন ভিক্ষুকের মাঝে এসব নগদ অর্থ ও সহায়ক সামগ্রী তুলে দেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
এ সময় নারী-পুরুষ ২২ ভিক্ষুকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ২০ কেজি চাল, পাঁচ কেজি চিড়া, একটি ওজন মাপার যন্ত্র, একটি কম্বল, একটি ছাতা, একটি কলসি, একটি চেয়ার, এবং এক বক্স বিস্কুট বিতরণ করা হয়।
বাঘাইছড়ি ইউএনও শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,নারী ভাইস-চেয়ারম্যান সাগরিকা চাকমা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন আল মামুনসহ উপকারভোগীরা।