৩৫ শিশুর জীবন সংগ্রাম

585

sh 2

পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে স্কুলে গিয়ে পড়ালেখা করার বয়সে নিজেকে শিশু শ্রমিক হিসেবে কাজে নিয়োজিত করেছে রিজার্ভ বাজারের প্রায় ৩৫ জন শিশু। রিজার্ভ বাজার লঞ্চঘাটে ট্রাক থেকে পণ্য নামানো ও লঞ্চ থেকে পণ্য খালাসের কাজ করে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে এই শিশুরা।

sh 3

শিশুদের ১জনের সাথে আলাপ করে জানা যায়, তারা প্রায় ৩৫জন শিশু এই কাজে জড়িত আছে। তাদের সকলের বাবা দিনমজুর ও মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। তাই পড়ালেখা করার ইচ্ছা থাকলেও পরিবারে আর্থিক সমস্যা থাকায় তারা পড়ালেখা করতে পারছে না। তাই বাবা মাকে সাহায্য করতে তারা এ পথ বেছে নিয়েছে।

তথ্য ও ছবিঃ মাশফি রহমান