॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবরুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় তবছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবু সৈয়দ, যুগ্ম সম্পাদক শাহ ফারুক পিন্টু।
এসময় জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী আল মাহাবুব, পৌর আওয়আমীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবুল হাশেম, সহ-প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাদলসহ ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।