॥ প্রেস বিজ্ঞপ্তি ॥
আগামী ৪ ডিসেম্বর রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (২৮ নভেম্বর) সংবাদ মাধ্যমে প্রেরিত রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মাহাফুজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, এতদ্বারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত আজীবন ও বার্ষিক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২০ (২০২১-২০২৩ মেয়াদে) আগামী ০৪/১২/২০২০ রোজ শুক্রবার সকাল ০৯:০০ ঘটিকায় “শহীদ আবদুল আলী একাডেমী” রিজার্ভবাজার রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২০ এ উপস্থিত হয়ে রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ইউনিটের সকল সম্মানিত আজীবন ও বার্ষিক সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।