৫দিন ধরে অভুক্ত থাকা গরুর দায়িত্ব নিলেন প্যানেল মেয়র জামাল

684
॥ স্টাফ রিপোর্টার ॥
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশে সারাদেশের ন্যায় রাঙামাটিতে চলছে অঘোষিত লকডাউন। জনসাধারণও লকডাউনের নিয়ম কানুন মেনে ১৬ দিন যাবত নিজেদের লকডউন করে রেখেছে। এ পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে জেলা শহরের অবুজ প্রাণীরা। আর ৫ দিন যাবত অভুক্ত থাকা গরু ও তার শাবকের দায়িত্ব নিলেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি জানতে পেরে গরুটির কাছে ছুটে যান তিনি এবং গরুর মালিককে খুঁজে না পাওয়া পর্যন্ত উক্ত গরু ও শাবকের দায়িত্ব নেন।

এ বিষয়ে জমাল উদ্দীন জানান, শান্তি নগর বাস টার্মিনাল এলাকার এক এলাকাবাসীর মাধ্যমে আমি গরুটির বিষয়ে জানতে পারি। সরেজমিনে গিয়ে আমি আরো জানতে পারি যে, প্রায় ৫দিন ধরে গরুটি এখানে আছে এবং এখানেই শাবকটি প্রসব করেছে ও গরুর মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি।

যে গরুটির দেখাশোনা করছিলো সে আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় আমি গরুটির দায়িত্ব নিয়েছি। মালিককে খুঁজে পাওয়া মাত্র আমি গরুটিকে তার মালিকের হাতে তুলে দিব।