৫০বছর পর বনভোজনে স্বর্ণটিলা গ্রামের শৈশবের খেলার সাথীরা

139

॥ স্টাফ রিপোর্টার ॥

স্বর্ণটিলা গ্রামের শৈশবের খেলার সাথীরা ৫০বছর পর বনভোজনে মিলিত হয়েছে। শনিবার সকালে তারা স্বর্ণটিলা কবস্থান সংলগ্ন ঘাট থেকে ইঞ্জিন চালিত বোট যোগে রওনা হয়ে বালুখালী কৃষিফার্মে গিয়ে বনভোজনে মিলিত হয়। বালুখালী কৃষিফার্মে পৌঁছানোর পরপরই তারা শৈশবের মারবেল, লাটিম, ঢাংগুলি খেলায় আনন্দ উল্লাসে মেতে উঠেন।

মধ্যাহ্নভোজের পর বনভোজনের উদ্যোক্তা আব্দুল শুক্কুরের সভাপতিত্বে ও জহুর আলম রফি’র সঞ্চালনায় স্মৃতিচারণ করেন- সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জাহিদুল ইসলাম জাহিদ, ইকবাল করিম ও জসিম উদ্দীনসহ অন্যান্যরা। স্মৃতিচারণের পর মারবেল, লাটিম, ঢাংগুলি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর র‌্যাফেল ড্র এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উদ্যোক্তা মো. আব্দুল শুক্কুরের পক্ষ থেকে বনভোজনে অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এদিকে প্রতিবছর এই বনভোজন আয়োজন করার জন্য মো. আব্দুল শুক্কুরকে আহ্বায়ক ও মো. ইউছুফকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ও গঠন করা হয়েছে।