৫% কোটাসহ ৯ দফা দাবিতে রাঙামাটিতে পিসিপির মানববন্ধন

164

॥ ইকবাল হোসেন ॥

মহান শিক্ষা দিবসে দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আদিবাসী কোটা নিশ্চিত করা, পার্বত্যঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট নিরসন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক মাধ্যমিক শিক্ষা জেলা পরিষদের নিকট হস্তান্তর সহ ৯দফা দাবীতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি।

শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিসিপি রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি সভাপতি সুমন মারমা, হিল উইমেন ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সোনারিতা চাকমা।

পিসিপি রাঙামাটি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুনিতি বিকাশ চাকমা, পিসিপি রাঙামাটি শহর শাখার সাংগঠনিক সম্পাদক সুরেশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পিসিপির সহ-সাংগঠনিক সম্পাদক রনেল চাকমা।

সভাপতির বক্তব্যে জিকো চাকমা ৯দফা দাবী তুলে ধরেন- ১. দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আদিবাসী ভর্তি কোটা নিশ্চিত করতে হবে। ২. পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক মাধ্যমিক শিক্ষা পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তর করতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রামের সকল আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করতে হবে। ৪. পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকসহ সকল প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন করতে হবে। ৫. দেশে সার্বজনীন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালু করতে হবে। ৬. প্রাথমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত জুম্ম ছাত্র-ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ব্যবস্থা করতে হবে। ৭. রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স কোর্সের সংখ্যা বাড়াতে হবে এবং আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৮. পার্বত্য অঞ্চলে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রবাস চালু করতে হবে। ৯. পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।