॥ স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উপলক্ষে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালানো হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ইউনিসেফ এর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এসময় তারা দোকান ও বাড়ি বাড়ি গিয়ে ঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও ৩দিনের বেশি পানি জমিয়ে না রাখতে জনসাধারণকে সচেতন করেন। শান্তিনগরে প্রচারণা শেষে ৬নং ওয়ার্ডে প্রচারণা চালানো হয়।