॥ স্টাফ রিপোর্টার ॥
ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ৭নং ওয়ার্ডের কার্যক্রম উদ্বোধন করেন- ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন।
৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন জানান- এই ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের ডিলার মো. আবু তৈয়বের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন ৪০০ জনের মাঝে জনপ্রতি ৫ কেজি হারে ৩০টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি মূল্যে আটা বিক্রয় করা হবে। টিসিবি কার্ড ধারীরা মাসে ২বার ও জনসাধারণ জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সপ্তাহে শুক্রবার ও শনিবার ব্যতিত ৫দিন চাল বা আটা ক্রয় করতে পারবেন বলে জানান সাবেক এই প্যানেল মেয়র।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, খাদ্য অধিদপ্তরের ডিলার মো. আবু তৈয়ব, ট্যাগ অফিসার ও খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ সদস্য সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।