॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. জামাল উদ্দীনের ‘গাজর’ প্রতীকের প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাল উদ্দীনের ‘গাজর’ প্রতীকের সমর্থনে- বলপিয়া আদাম, কাটা পাহাড় লেইন, দেওয়ান পাড়া, উত্তর ও দক্ষিণ গর্জনতলীতে তার সহধর্মিনী ফওজিয়া আফরিন, বড় ভাবি শাহিনা সুলতানা ও মেঝো ভাবি সাফিয়া আফরিন ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার শত শত নারী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার সময় জামালের গাজর প্রতীককে সাদরে গ্রহণ করেছে এবং ব্যাপক সাড়া পাচ্ছেন।