‘৭নং ওয়ার্ডে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন রবি’

409

॥ গোলাম মোস্তফা ॥

রাঙামটি পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিউল আলম রবি দাবি করেছেন তার নির্বাচনী প্রতীক উটপাখির প্রচার-প্রচারণায় তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি বনরূপা বাজার, পশ্চিম ত্রিদিব নগর, কাটা পাহাড় লেইন, আলিফ মার্কেটসহ বিভিন্ন অলি-গলিতে ভোটারদের কাছে দোয়া এবং লিফলেট বিতরণের মাধ্যমে অসংখ্য কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন।

এসময় রবিউল আলম রবি বলেন, আমি ৭ নং ওয়ার্ডে দীর্ঘ ১২ বছর কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেছি। আমি আবার নতুন করে নির্বাচন করতেছি। জনগণের বাসায় বাসায় গিয়ে ভোট ও দোয়া চাচ্ছি এবং শত ভাগ সাড়া পাচ্ছি। আমার এলাকার জনগণ কাউন্সিলর হিসাবে আমাকে তৃতীয় বারের মতো নির্বাচিত করবে।