৭নং ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

416

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে শান্তিনগরে উক্ত টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ৭নং ওয়ার্ড মো. জামাল উদ্দীন।

মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ২জানুয়ারি পর্যন্ত ৯মাস হতে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের টিকাদানের লক্ষ্যে (সকাল ৮টা হতে বেলা ২টা পর্যন্ত) ৭নং ওয়ার্ডে উক্ত টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

তারিখ ও কেন্দ্র সমূহঃ ২৯ ডিসেম্বর (শান্তিনগর)। ৩০ ডিসেম্বর ( রসূলপুর, ১নং ফরেস্ট কলোনি, ২নং ফরেস্ট কলোনি)। ৩১ ডিসেম্বর (বনরূপা-কাটাপাহাড়, ছদক ক্লাব, কাঁঠালতলী স্কুল)। ০২ জানুয়ারি (কাঁঠালতলী পাড়া, আলম ডক ইয়ার্ড, গর্জনতলী)। এছাড়াও শুক্রবার ও সোমবার ব্যতিত রাঙামাটি পৌরসভা কার্যালয়ে উক্ত কর্মসূচী চলমান রয়েছে।