৭নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সম্মেলনে নতুন কমিটি

412

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী মৎসজীবীলীগ রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৭নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বেলাল হোসেন ও মো. সালাউদ্দীন ভূঁইয়া। বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে উদদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলার আহবায়ক উদয়ন বড়–য়া।

পৌর মৎসজীবিলীগের সহ-সভাপতি শ্যামল চৌধুরী সভাপতিত্বে ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল শুক্কুর, পৌর মৎসজীবিলীগের সভাপতি মো. জসিম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত বড়–য়া, জেলা মৎস্যজীবি লীগের সদস্য রতন কুমার দাশ, তপন কুমার দাশ (রবি), মো. ইসহাক সহ মৎসজীবিলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে মৎস্যজীবিদের জন্য বিশেষ ব্যাংক চালুর দাবী জানান।

পরে মৎস্যজীবিলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলার আহবায়ক উদয়ন বড়–য়া ৭নং ওয়ার্ড মৎস্যজীবিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বেলাল হোসেন ও মো. সালাউদ্দীন ভূঁইয়ার নাম ঘোষণা করেন।