॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৭শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের প্রবেশমুখ মানিকছড়ি, শিমুলতলী ও হাসপাতাল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন- জেলা আওয়ামীলীগ ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. সাওয়াল উদ্দীন ও মো. শামশুদোহা চৌধুরী, কোষাধ্যক্ষ ছলিম উল্লাহ (সেলিম), সদস্য- মো. আবু তৈয়ব, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, সদর সদর থানা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, সাপছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিটন বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজান চৌধুরী, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, সংস্কৃতি সম্পাদক ইকবাল আহম্মদ তালুকদার রিজোয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা, সদর থানা শাখার আহ্বায়ক রমেশ মারমা, সদস্য সচিব আরিফ উদ্দিনসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।