৯ দফা দাবিতে সোমবার থেকে ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটের ডাক

309

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বি.আই.ডব্লিউ.টি.এ’র অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ, সড়ক পরিবহণ আইন ২০০৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা সমূহ সংশোধনসহ ৯ দফা দাবিতে আগামী সোমবার (১২ই অক্টোবর) থেকে পার্বত্যাঞ্চলে ৪৮ ঘন্টার ধর্মঘট ঘোষণা ডাকা হয়েছে।

এসময় বন্ধ থাকবে ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান, প্রাইম মুভার লং ভেহিক্যাল পিক-আপ সহ সকল পণ্যবাহী পরিবহণ।
কাপ্তাইয়ের জেটিঘাট এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে রাঙামাটি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে ট্রাক মালিক শ্রমিক নেতারা এ ধর্মঘট ডাক দেন। এসময় শতাধিক শ্রমিক নেতা মানববন্ধনে অংশ নিয়ে ধর্মঘট সফল করতে একাত্তা পোষন করেন।

দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক-মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী মো. লোকমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মঘটের ঘোষণা দেন রাঙামাটি জেলা সড়ক পরিবহণ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাদাৎ হোসেন। এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সা. সম্পাদক মো. নাছির উদ্দিন, সহ সা. সম্পাদক আক্তার হোসেন, রাঙামাটি ট্রাক শ্রমিক বহুমূখি সমিতির সভাপতি নূর ইসলাম, ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, রাঙামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক মো. ইউসুফ সহ আরও অনেকে।

বক্তারা জানান, ৪৮ঘন্টার ধর্মঘটের পরেও যদি ৯ দফা দাবি মেনে না নেওয়া হয় তবে অনির্দিষ্টকালের জন্য সকল পরিবহণ শ্রমিকরা কর্মবিরতীতে যাবে। এতে জনসাধারণের সীমাহীন দূর্ভোগ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেনা কোন শ্রমিক। শুধু রাঙামাটির কাপ্তাইতেই ২’শতাধিক পরিবহণে কর্মরত রয়েছে ১২’শতাধিক শ্রমিক।