অগ্নিক্ষতিগ্রস্তদের মাঝে নিউ রাঙামাটি ব্যবসায়ী সমিতির ত্রাণ বিতরণ

131

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনীতে গত শনিবার ভয়াবহ অগ্নিকান্ডে সর্বোস্ব হারানো ১৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড।

বুধবার সকালে সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১টি করে কম্বল বিতরণ করা হয়। এসময় নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আনোয়ার মিয়া বানু, সহ-সভাপতি বিমল বড়–য়া, সাধারণ সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, সমিতির কোষাধ্যক্ষ আকতার কামাল, এলাকাবাসী মোজাম্মেল হক ও মো. আবুল হাসেম, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, সদস্য মোজাম্মেল হক রাজু, মোঃ মামুন, মোঃ সেকান্দর সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।