অগ্রণী ব্যাংক রাঙামাটি শাখায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী

272

॥ ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় রাঙামাটি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়।

অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলাধীন একমাত্র নিজস্ব জমিতে স্থাপিত রাঙামাটি শাখার প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপন করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম। চারা রোপন পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফজলুল করিম শোক-কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিয়োজিত হওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করার সম্মানিত গ্রাহকগণকে ধন্যবাদ জানান। রাঙ্গামাটি শাখার এসপিও/ব্যবস্থাপক শেখ মোঃ মঈনুদ্দিন নুমান এর সঞ্চালনায় এবং বনরূপা শাখার এসপিও/ব্যবস্থাপক মূদ্রা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত প্রদান করেন রাঙ্গামাটি শাখার প্রিন্সিপাল অফিসার শুভার্থী চাকমা, গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সুপার বোটসের সত্ত্বাধিকারী দিপাঞ্জন দেওয়ান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন শাখার অন্যতম গ্রাহক নুরুল ইসলাম, সুফিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী জনাব মোঃ নিয়াজ আহমেদ এবং বনরূপা ও রাঙ্গামাটি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।