॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির বর্তমান কার্যকরি পরিষদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে স্বেচ্ছায় যুগ্ম-সম্পাদক পদ হতে অব্যাহতি নিয়েছেন মো: বেলাল হোসেন। রোববার (২০ আগষ্ট) দুপুরে ডাক বিভাগের মাধ্যমে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক বরাবরে এই পদত্যাগ পত্র পাঠান তিনি।
অব্যাহতি পত্রে বলা হয়, বিগত ১৫/০৩/২০২২ : রোজ শনিবার সংগঠনের বার্ষিক নির্বাচনে আমি যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হই। কিন্তু বর্তমানে সংগঠনের নিরীহ চালক/শ্রমিকদের স্বার্থ বিরোধী বিভিন্ন কার্যকলাপসহ আর্থিক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়। যা শ্রমিকদের স্বার্থ ও উন্নয়ন পরিপন্থী। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা বিঘিœত হওয়ায় উক্ত পদ হতে স্বেচ্ছায় অব্যাহতি পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমার দায়িত্ব পালনকালীন সময়ে সংগঠনের কেউ কোন অর্থ পাওনা থাকলে আমি তা পরিশোধ করতে বাধ্য থাকব বলেও যোগ করেন তিনি।
ডাকযোগে পাঠানো অব্যাহতি পত্র পাওয়ার কথা স্বীকার করে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু দৈনিক রাঙামাটি কার্যালয়ে উপস্থিত হয়ে বলেন, এ বিষয়ে আমরা কার্য্যকরি কমিটির সভা ডেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবো। তবে সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে, অব্যাহতির নামে বেলাল সাহেব মিথ্যাচার করছেন। বরং তিনিই সময়ে সময়ে সংগঠনে অনিয়ম করেছেন। অনিয়মের কারণে আমরা তাকে কারণ দর্শনোর ও সতর্কীকরণ নোটিশ দেওয়ার পর তিনি ভবিষ্যতে আর অনিয়ম করবে না মর্মে অঙ্গিকার দিয়ে নিস্কৃতি পান। তিনি বলেন, আমরা বর্তমান পরিষদ দায়িত্ব নেওয়ার পর থেকে সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করে অভূতপূর্ভ উন্নয়ন করতে সক্ষম হয়েছি। যা অতীতে আর কখনও হয়নি। আমাদের সফলতায় ঈর্শ¦ান্বিত হয়ে নির্বাচনে পরাজিতরা এসব বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন এবং সমিতিরি সাধারণ সদস্যদের ভুল বোঝানোর চেষ্টা করছেন বলে যোগ করেন তিনি। আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় তিনি সমিতির পক্ষ থেকে মো. বেলাল হোসেনকে দেওয়া কারণ দর্শানো ও সতর্কীকরণ নোটিশ, বেলালের অঙ্গিকার নামা এবং ঘাগড়ায় জমি ক্রয়ের যাবতীয় প্রক্রিয়ার সাথে বেলালের জড়িত থাকার বিষয়ে স্বাক্ষরযুক্ত রেজুলেশন জমা দেন।
রেজুলেশনে বেলাল হোসেন এর বক্তব্যে লিখা রয়েছে- “যেহেতু বাজার মূল্যে যাচাই-বাছাই করে জায়গাটি ক্রয় করা হয়েছে। তাই আমি সন্তুষ্টি প্রকাশ করছি। ভবিষ্যতে এই জায়গা হতে এই সমিতি অনেক লাভবান হতে পারবে।”
প্রসঙ্গত, সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে অবিশ্বাস্যমূল্যে ভূ-সম্পত্তি ক্রয়ের অভিযোগ এনে সম্প্রতি সমিতির একটি অংশ তাদের কার্যালয়ে বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কমিটি সাধারণ সভা করে সমিতির কার্যক্রমের ব্যখ্যা ও আর্থিক হিসাব উপস্থাপন করবেন। সেই পর্যন্ত কমিটির নিয়মিত কার্যক্রম স্থগিত থাকবে বলেও সিদ্ধান্ত হয়।