অবশেষে ধরা খেলো এলাকায় তান্ডব চালানো দুষ্টু বানরটি

156

॥ ইকবাল হোসেন ॥

দুইমাস ধরে এলাকায় তান্ডব চালানো দুষ্টু বানরটি অবশেষে ধরা পড়েছে হিরুর হাতে। খাঁচায় বন্দী হওয়ার পর বুধবার বিকেলে তাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় লেগে। সে বারবার বিরক্ত করলেও এলাকাবাসী ধৈর্যের সাথে তার উপদ্রব মেনে নিলেও তার যেন আর সইতে পারছিল না।

আজ এর গাজরটা তো, কাল ওর বেগুনটা, কারো বা রান্ন করা সখের খাবার, সবখানেই ভাগ বসাতো বানরটি। সবার কিচেনগুলো অল্প দিনেই চিনে ফেলে সে। যাত ঢাকনাই দেওয়া হোক বানর হানা দিলে, ঢাকনায় কোনো কাজ হতো না। এমনকি রাঁধুনির সামনে দিয়ে নিয়ে যেতো তার কাটা সবজিগুলো। বেশ কয়েকজনকে আক্রমণ করে আহতও করেছে।

রাঙামাটি শহরের কাঠালতলী (আলম ডক ইয়ার্ড ও গর্জনতলী) এলাকায় গত দুইমাস এমন তান্ডব চালায় একটি বুনো বানর।

বুধবার বিকেলে তার জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছিল স্থানীয় এমদাদুল হক হিরু। ফাঁদে পাঁ দিয়ে ভ্যাবাচ্যাকা খাওয়া বানরটিকে অবশ্য দুষ্টু ছেলেদের আক্রমণ থেকেও বাঁচিয়েছে এলাকাবাসী। আটকের পর তারা খবরদেয় বন বিভাগকে। কিন্তু বনকর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টাব্যাপি চেষ্টার পর বানরটিকে বন বিভাগের গাড়িতে তুলে নিতে সক্ষম হয়। বন বিভাগ জানিয়েছে বানরটিকে কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

স্থানীয়রা জানান, ২মাস পূর্বে বানরটি কিভাবে আমাদের এলাকায় চলে আসে তা আমরা জানি না। বানরটি আসার পর শিশুসহ প্রাপ্ত বয়ষ্ক বেশ কয়েকজনকে আহত করা সহ বসত বাড়িতে ঢুকে জিনিসপত্রের ক্ষতি সাধন করেছে। বন বিভাগকে বিষয়টি জানানোর পরও কোন সুরাহা পাইনি আমরা। অবশেষে নিজেরাই ফাঁদ পেতে বানরটি আটক করে বন বিভাগে হস্তান্তর করেছি।