।। নানিয়ারচর প্রতিনিধি ।।
নানিয়ারচরে করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। রবিবার (৯ মে) সকালে নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপ-অধিনায়ক (১০ বীর) মেজর এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
এসময় ২৫টি সুবিধাভোগী পরিবারের মাঝে চাল, আটা, ডাল, ছোলা ও লবন বিতরণ করা হয়। সেনা সূত্র জানিয়েছে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকেবে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন করোনা পরিস্থিতির শুরু থেকেই উপজেলার অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবার সমূহের পাশে দাড়িয়েছে। যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।