॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে অসহায় খামারীদের মাঝে নানিয়ারচরে গো খাদ্য বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা প্রাঙ্গনে প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এলাকার অসহায় ও হতদরিদ্র ৫০জন খামারীর মাঝে গো খাদ্য বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় সুবিধাভোগী খামারীদের মাঝে ২কেজি কেজি ভুসি, খইল ২কেজি, ১কেজি গুড় ও ১কেজি লবন বিতরণ করা হয়। লকডাউনে থেকে অনেকে দুগ্ধজাত গরুকে সময়মত খাবার দিতে পারেনি। ফলে গৃহপালিত এসব পশুগুলোর মাঝে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। এসব গো খাদ্য পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। গো খাদ্য বিতরণকালে নানিয়ারচর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অর্জুন দেবনাথ, উপ সহকারী জ্যোতিল কান্তি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।