॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদ-উলÑফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও দুস্থ, অসহায় ও মেহনতী সাধারণ মানুষের মাঝে মানবতার সেবায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর’র পৃষ্ঠপোষকতায় ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন।
রোববার (৯ মে) সকালে শহীদ আব্দুল আলী একাডেমী প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দিপংকর তালুকদার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ করিম আাকবর প্রমূখ।
উল্লেখ্য- প্রতিষ্ঠালগ্ন থেকেই রাঙামাটি পার্বত্য জেলায় মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন মানবতার সেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেকা দেওয়ার পর নানা ভাবে প্রতিষ্ঠানটি অসহায়দের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন।